মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের কমিটি ৩১ মের মধ্যে ঘোষণার নির্দেশ

  23-05-2017 12:24AM


পিএনএস ডেস্ক: ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩১ মে’র মধ্যে ঘোষণা করা নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের সোমবার বিকেলে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আগামী ৩০ মে’র মধ্যে ঢাকা মহানগরের সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার কথা থাকলেও আমি আরও একদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত সময় দিলাম। আপনারা এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন। ’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের দলীয় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কার্যক্রম দ্রুত শুরু করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্য পদ নবায়ন করবেন। এর পর সদস্য সংগ্রহ শুরু করবেন। নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন