সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে: হেফাজতে ইসলাম

  26-05-2017 10:23AM


পিএনএস: বহু জল্পনা-কল্পনার পর অবশেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেয়ায় ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হেফাজতের নেতারা বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে ধন্যবাদ জানাবে।

সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে ধন্যবাদ জানাবে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রী ওলামা কেরামকে আস্থা ও ভরসা রাখতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন ঘটেছে, সেজন্য তাকে ধন্যবাদ। দেশের মানুষের ধর্মীয় চেতনাবোধকে মূল্য দিয়ে মূর্তি (ভাস্কর্য) সরিয়ে ফেলা হচ্ছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। মূর্তি (ভাস্কর্য) নিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করেছেন সরকার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন