‘এনেক্সে ভবনের সামনে ভাস্কর্য স্থাপন হলে ফের আন্দোলন’

  26-05-2017 01:37PM


পিএনএস: সুপ্রিমকোর্টের প্রাঙ্গনে স্থাপিত ভাস্কর্যটি এনেক্স ভবনের সামনে স্থাপন করা হলে দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে সঙ্গে নিয়ে আবারো প্রতিবাদে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এ সময় সুপ্রিমকোর্টের প্রাঙ্গনে থেকে ভাস্কর্য (গ্রিক দেবীর মূর্তি) সরিয়ে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান হেফাজত আমির।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি জানিয়েছেন।

হেফাজতের আমিরের বরাত দিয়ে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ভাস্কর্যটি স্থাপনের শুরু থেকেই এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম আন্দোলন করে আসছে। হেফাজতসহ ধর্মপ্রাণ মুসলানের দাবি মেনে নিয়ে সরকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে নেয়ায় আল্লামা আহমদ শফী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আল্লামা শফীর বরাদ দিয়ে তিনি আরো বলেন, আমরা শুনতেছি মূর্তিটি নাকি আবার এনেক্স ভবনের সামনে স্থাপন করা হতে পারে। যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয় তাহলে ধর্মপ্রাণ মুসলমান আবারো প্রতিবাদে মাঠে নামবে হেফাজত।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন