দুর্যোগে নেতাকর্মীদের জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান

  30-05-2017 04:08AM



পিএনএস ডেস্ক: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মোরা’। প্রাকৃতিক এই দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মির্জা ফখরুলের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।’
দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সাধারণের পাশে থাকতে বলা হয়েছে। মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন