সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছে: শিবির সভাপতি

  22-06-2017 02:49AM



পিএনএস ডেস্ক: বর্তমানে দেশে সামাজি বৈষম্য প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।

বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দরিদ্র ও মেধাবী ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, বর্তমান সময়ে সামাজিক বৈষম্য ক্রমেই প্রকট আকার ধারণ করছে। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তা একেবারেই অপ্রত্যাশিত। এ অবস্থার উত্তোরণে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সিয়াম সাধনা সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা, সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। সমাজ জীবনে রোজাদার ধনী-গরিব ব্যক্তি মিলেমিশে ইবাদত করে একত্রে সমাজবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করেন। সমাজের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও প্রাকৃতিক দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনুধাবন করার মোক্ষম সময় হচ্ছে মাহে রমজান। রমজান সকল বিভেদ ভূলে ত্যাগ-তিতিক্ষার অনুশীলনের মাধ্যমে ইসলামের ঐক্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এক বৈষম্য হীন আদর্শ সমাজ গড়ার অনুপ্রেরণা যোগায়

নাঙ্গলকোট সদর সভাপতি সিরাজাম মুনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সভাপতি শাহাদাৎ হোসাইন, দক্ষিণ জেলা সভাপতি শাহাদাৎ হোসাইন, জেলা সেক্রেটারি যোবায়ের ফয়সাল, নাঙ্গলকোট উত্তর সভাপতি বেলায়েত হোসেন, নাঙ্গলকোট দক্ষিণ সভাপতি মো. ইব্রাহিম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন