দেশবাসীকে জামায়াতের ঈদের শুভেচ্ছা

  23-06-2017 01:44PM


পিএনএস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। আল্লাহ তা’লা মানবজাতির মুক্তি, কল্যাণও সুখ-সমৃদ্ধির জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। রমজান আল্লাহ তা’লার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার।’

‘পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তা’লা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে একমাত্র তার ভয় সৃষ্টি করে তাকওয়ার গুণেসমৃদ্ধ করতে চান। সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের গ্যারান্টি দিতে পারে। যার বাস্তব নমুনা হল রাসূল (সাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনার কল্যাণ রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে ধর্ম-বর্ণ-নির্বিশেষ সকল মানুষ তার ন্যায্য অধিকার ও সকল ক্ষেত্রে সুবিচার লাভের গ্যারান্টি পেয়ে থাকে।’

বাণীতে মকবুল আহমাদ বলেন, ‘দেশের জনগণের উপর বর্তমানে চলছে জুলুম-নির্যাতন, সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি। দরিদ্র জনগণের উপর সীমাহীন শোষণ চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে দরিদ্র জনগণ জর্জরিত। এ অবস্থা থেকে মুক্তির জন্য একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা অপরিহার্য হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘আসুন, এ ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্খা নিয়ে আমরাএবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। আল্লাহ পাক তার বিশেষ সাহায্য পাঠিয়ে আমাদের দেশ থেকে সকল প্রকার অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ কামনাই করি।’

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন