দেশে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে: দুদু

  28-06-2017 03:01AM

পিএনএস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে। হামলা-মামলা, খুন ও গুম বর্তমানে নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছে। এ থেকে মানুষ রেহাই চায়।’

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের নেতৃবৃন্দ ঈদ উত্তর সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সামনে নির্বাচন। বিএনপি নির্বাচন করতে চায় এবং সে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে ভয়াবহ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যে নির্বাচন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিশ্চিত করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, মুজিবুল হক মালিক মুজো, রেজাউল করিম মুকুট, শহিদুল ইসলাম রতন, এসকে সাদী, সাইফুল ইসলাম, ঝিনাইদহ কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষক নেতা হাফিজুর রশিদ স্বপন, মেহেরপুর কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান ও নাসির উদ্দিন প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন