সরকারি দলের মনোনয়োন প্রত্যাশিদের তালিকায় রয়েছে একাধিক ব্যক্তির নাম

  28-06-2017 10:48AM



পিএনএস, বাসাইল (টাঙ্গাইল): একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখিপুর) নির্বাচনী এলাকা ইতিমধ্যে সম্ভাব্য সকল প্রার্থীর পদচারনায় মূখোরিত হয়ে উঠছে। নিজেকে সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে তুলে ধরার জন্য প্রার্থীদের বিরামহীন ছুটে চলা। সকাল হতে মধ্যরাত পর্যন্ত সামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার এক অদৃশ্য প্রতিযোগিতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সাধারন জনগণ বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীগন বিভিন্ন ভাবে তাদের আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন এবং সেই লক্ষ্যে প্রচারনাও চালিয়ে যাচ্ছেন। সরকারি দলের মনোনয়োন প্রত্যাশিদের তালিকায় রয়েছে একাধিক ব্যক্তির নাম।

ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইতে কে লড়বে তা নিয়ে নেতাকর্মীদের মাঝে বাড়তি চাপও রয়েছে, তৃণমূলে রয়েছে নানান জনের নানান মত। অপরদিকে বিএনপির মনোনয়োন প্রত্যাশিদের তালিকা খুবই ছোট।

এছাড়া অন্যান্য সকল দলের এক প্রার্থীর নামই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়োন প্রত্যাশিদের মধ্যে রয়েছে টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অনুপম শাহজাহান জয়(এমপি), টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক মিয়া, সখিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সাইদ আজাদ, ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট ঢাকা’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ,উদীয় তরুন নেতা মোঃ জুয়েল সরকার। প্রার্থীতার লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখতে ইতিমধ্যে অনেকেই দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। কেউ কেউ আবার তাকিয়ে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে যারা ভোটের লড়াইয়ের টিকিট সংগ্রহে ব্যস্ত তারা হচ্ছেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আহমেদ আজম খান, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব। এছাড়া একক প্রার্থী হিসাবে নিজেদের নামে প্রচারনা চালাচ্ছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন