কাদেরের কথায় দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেয়ার ইঙ্গিত: রিজভী

  29-06-2017 02:09AM

পিএনএস ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, তাতে ‘দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেয়ার ইঙ্গিত’ দেখছে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে যদি সহায়ক সরকার হয়, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে একতরফাভাবে নৌকা মার্কার প্রার্থীদের জন্য সহায়ক। অবাধ, সুষ্ঠু ও সবার কাছে অংশগ্রহণমূক নির্বাচনের জন্য সেটি সহায়ক হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সহায়ক সরকারের কথা প্রত্যাখ্যান করে এ বিএনপি নেতা দলনিরপেক্ষ সহায়ক সরকার করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার কথা বলেন।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লায় সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর নির্বাচনকালীন শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। এটাই আমাদের সংবিধানের নিয়ম।’

বুধবার এর জবাবে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য জনগণের মর্মে আঘাত করেছে। তার বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেয়ার ইঙ্গিত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একতরফা নির্বাচনের স্বপ্ন শাসকগোষ্ঠীকে ভুলে যেতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশে ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনও সংবিধানের বিধান।’

দল নিরপেক্ষ সহায়ক সরকারের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রস্তাব দেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, ‘যেভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল, আওয়ামী লীগ যেভাবে সবার মতামত, এমনকি নিজ দল ও জোটের সিনিয়র নেতাদের মতামত উপেক্ষা করে প্রধানমন্ত্রী নিজের স্বার্থে সংবিধান সংশোধন করে সেটি বাতিল করেছিলেন, ঠিক সেভাবেই দল-নিরপেক্ষ সহায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করতে কোনো আইনগত বাধা নেই।’

২০১৪ সালের ৫ জানুয়ারি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করে রিজভী বলেন, ওই নির্বাচনে ভোটারদের শান্তিপূর্ণ ভোট দেয়ার সুযোগ ছিলো না, সেখানে ছিল বারুদের গন্ধ, লাশের মিছিল ও রক্তের স্রোত।

আগামী নির্বাচনও দলীয় সরকারের অধীনে হলে জনগণ তা প্রতিহত করবে বলেও সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘এখনো সময় আছে, সরকারের শুভ বৃদ্ধির উদয় হোক- এটা আমরা কামনা করি। একটি শান্তিপূর্ণ নির্বাচনে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে দল নিরপেক্ষ সরকারের বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এটা আমরা প্রত্যাশা করি। এর অন্যথা হলে জনগণ তার পথ বেছে নেবে।’

রিজভী বলেন, অবৈধ ক্ষমতার দম্ভে অতিকায় স্বেচ্ছাচারী রূপ ধারণ করেছে আওয়ামী লীগ, তাই ডাইনোসরের মতো খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন