আমিই সব কিছু করব, এ কর্তৃত্ববাদের অবসান চাই: মওদুদ

  15-07-2017 10:55PM

পিএনএস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে একব্যক্তির শাসন অবসান করতে একদফার ভিত্তিতে সব রাজনৈতিক দলের জাতীয় ঐক্য দরকার।

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আমিই সব কিছু করব’ এ কর্তৃত্ববাদের অবসান চাই। এ কর্তৃত্ববাদ নির্মূল করতে চাই জনগণের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এজন্য একটি ন্যূনতম কর্মসূচির ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য করতে হবে।

এর মূল লক্ষ্য হবে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, মানুষের অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা। এজন্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। এখানে পাঁচ দফা দশ দফার দরকার নেই। একদফা।

বৃহস্পতিবার রাতে উত্তরার বাসায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় ঘরোয়া অনুষ্ঠানে পুলিশি বাধার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে মওদুদ আহমদ বলেন, আ স ম আবদুর রবের বাসায় বাংলাদেশের স্বনামধন্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তারা যা খুশি আলোচনা করতে পারেন, এটাতে আইনগত তো কোনো বাধা নেই। সেখানে পুলিশ যাবে কেনো?

তিনি তীব্র ভাষায় এর নিন্দা জানিয়ে বলেন, এটার একমাত্র কারণ রাজনৈতিক নেতৃত্বে মাইন্ডসেট যে, আমিই সব কিছু করব।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ: শঙ্কিত নাগরিক সমাজ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের যুগ্মমহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের আবদুল্লাহহিল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন