গাইবান্ধায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

  20-07-2017 04:18PM

পিএনএস ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ। এসময় ছাত্রদলের ৪ কর্মীসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ সংঘর্ষ হয়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠনের কথা ছিল আজ। সেই অনুযায়ী গাইবান্ধা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা পলাশবাড়ি কলেজে পৌঁছেন। সম্মেলন শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করতে থাকে। এসময় ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের মিছিলে হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এসময় ছাত্রদল নেতা রাজিবসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে।

পলাশবাড়ি থানার ওসি মাহবুবুল আলম জানান, পুলিশ কলেজে সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে। পরে শর্টগানের গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন