খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আ.লীগ: রিজভী

  27-07-2017 10:48AM


ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরকে ঘিরে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগেরই কিছু অসৎ নেতা এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘খালেদার সঙ্গে আইএসআই এর গোপন বৈঠক’ বলে একটি ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে ওই মহলটি। আর এতে ওই ঘরনার কিছু ভূঁইফোড় অনলাইন তা প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে পরিকল্পিতভাবে এটা করছে তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। কেননা,মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন’শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তার সর্বপ্রথম বক্তব্যে বলেন যে, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন।সেখানে বসে তিনি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি এও বলেন যে, খালেদা জিয়া ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করছেন।’

তিনি বলেন, ‘এরপর আমরা কী দেখতে পেলাম,মঙ্গলবার বিকেল ৪টা ১৮টার মিনিটের দিকে সর্বপ্রথম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন-

‘গুরুত্বপূর্ণ : এই মুহূর্তে লন্ডনে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার ((আইএস আই ) উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া । খুব গোপনীয়ভাবে সেন্ট্রাল লন্ডনে একটি হোটেলে তারা বসেছেন । সঙ্গে আছেন তারেক রহমান , লন্ডনে পালিয়ে থাকা যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিন , যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আর এক যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান এবং লন্ডনের জামাতের কয়েকজন নেতা ।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থার বরাত দিয়ে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। বৈঠকে খালেদা জিয়ার সাথে ছিলেন তারেক রহমান, লন্ডনে পালিয়ে থাকা যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিন ও যুক্তরাষ্ট্র থেকে এসে যোগ দিয়েছেন আরেক যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান, এছাড়াও সাথে আছেন লন্ডনে জামায়ত ই ইসলামীর কয়েকজন নেতা। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আইএসআই এর সাথে সমজোতা করেন।’

‘বাংলাদেশে আগামী নির্বাচন কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে এ বৈঠকে আইএসআই বাংলাদেশে তাদের এজেন্ট জঙ্গি সংগঠনগুলোকে আরও তৎপর করার প্রস্তাব দেয়। খালেদা জিয়া ও জামায়ত আইএসআই কে যেকোনো মুল্যে বাংলাদেশে অস্থিতিশিল পরিস্থিতি তৈরির প্রস্তাব দেন। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় গেলে আইএসআইকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ভুখন্ড ব্যাবহারের পূর্ণ প্রতিশ্রুতী দেন বেগম খালেদা জিয়া।’

এ ধরনের তথ্য প্রমাণ দিয়ে রিজভী বলেন, এতে সহজেই বুঝা যাচ্ছে এটা তাদের সুপরিকল্পিত কাজ। ভাবতেও অবাক লাগে আওয়ামী লীগ কতটা নোংড়া রাজনীতি করতে পারে।

তিনি এও বলেন, আওয়ামী লীগের ওইসব অসৎ নেতাদের দেয়া ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্যে এক শ্রেণীর ভূঁইফোড় অনলাইন পত্রিকা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক। তাদেরকে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

দেশবাসীকে এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্যও আহ্বান জানান রিজভী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন