প্রধানমন্ত্রীকে এমাজউদ্দিনের প্রস্তাব

  28-07-2017 02:49AM

পিএনএস ডেস্ক: নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার অনুরোধ জানিয়েছেন শত নাগরিক কমিটির আহ্বায়াক ড.এমাজউদ্দিন আহমেদ।

তিনি বৃহস্পতিবার জতীয় প্রেসক্লাব মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. এম এ মাজেদ স্বরণে আয়োজিত স্বরণ সভায় এ অনুরোধ জানান।

তিনি বলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ট নির্বাচন সম্ভব নয়, এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার প্রয়োজন। বিশেষ করে ক্ষমতাসিনদেরকে একটি সুন্দর রাজনৈতিক অবহ তৈরি করার জন্য প্রস্তুত হতে হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠ হবে কিনা, গ্রহনযোগ্য হবে কিনা এটা একমাত্র নির্ভর করছে ক্ষমতাসীনদের উপর।

নির্বাচনকে গ্রহনযোগ্য করতে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীকে রাজেনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার অনুরোধ জানান তিনি।

মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ কেন্দ্রের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা সৈয়দ আব্দাল হোসেন, এম আব্দুল্লাহ, কাদের গণি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার, পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রপেসর ডা. আব্দুল লতিফ, অধ্যাপক ড. সদরুল আমিন, ড. আক্তার হোসেন, ডা. এম এ কুদ্দুস প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন