‘বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হতো’

  12-08-2017 01:43AM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুই ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের পাশাপাশি লক্ষাধিক প্রাথমিক শিক্ষকের চাকুরী সরকারীকরণ করেছিলেন।

তিনি বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হতো।

ইকবাল সোবহান চৌধুরী শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত‘বঙ্গবন্ধু ও প্রাথমিক শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে। খবর বাসসের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ তাঁতী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাজাহারুল ইসলাম সোহেল এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেরা বেগম বক্তৃতা করেন।

আলোচনা সভায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন