‘কুরআন এসেছে গোটা পৃথিবীকে আলোকিত করতে’

  18-08-2017 04:20PM

পিএনএস : ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন,কুরআন এসেছে গোটা পৃথিবীকে আলোকিত করতে। কুরআন এমন একটা আলো যা প্রথমত ব্যক্তি,তারপর পরিবার, তারপর সমাজ, তারপর গোটা রাষ্ট্রকে আলোকিত করে। কুরআন এসেছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য সমাজে, যে সমাজের মানুষেরা এহেন অন্যায় নেই যা তারা করত না।

তারা কুরআনের আলোয় এমনভাবে আলোকিত হলো যাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেতৃবৃন্দ বলেন, আজ সারা দুনিয়ায় যে অশান্তির দাবানল জ্বলছে তা থেকে মুক্তির একমাত্র পথ কুরআনকে জীবনের সকল পর্যায়ে প্রতিষ্ঠা করা।

আজ শুক্রবার সকাল ১০টায় ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে শ্রমিকদের নিয়ে এক তালীম ও তারবিয়াত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন আন্দোলনের নায়েবে আমির মওলানা মুহাম্মদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ডা সাখওয়াত হুসাইন, অফিস সম্পাদক মওলানা আবুবকর সিদ্দিক, মহানগরী নায়েবে আমির কবি মওলানা ওবায়দুল্লাহ ও জমিয়তে তালাবায়ে আরাবিয়র প্রধান সম্পাদক মমওলানা আবদুর রহমান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন