‘প্রধান বিচারপতির পদত্যাগ দাবি ক্ষমতাসীনদের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য’

  23-08-2017 11:12AM


পিএনএস ডেস্ক: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের নেতারা যেভাবে প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন তাতে বিচার বিভাগের ভাবমার্যাদা ক্ষুন্ন হচ্ছে। একই সঙ্গে এ ব্যাপারে জনগণের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ মঙ্গলবার চট্টগ্রামে এক মানববন্ধন কর্মসূচি থেকে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আগামী ২৪ আগস্টের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন