‘নির্বাচনে পরাজয় ঘটলে পরিণতি ভয়াবহ’

  16-09-2017 08:38AM


পিএনএস ডেস্ক: চার লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হচ্ছে। সেখানে বিএনপি বলছে কূটনৈতিকভাবে পরাজয় ঘটেছে, এ যেন ভূতের মুখে রাম নাম। আর আগামী নির্বাচনে বর্তমান জোট পরাজিত হলে দেশে প্রতিবিপ্লব ঘটবে। এবার কেবল সংখ্যালঘু নয়, বিএনপি জামায়াত জোটের ভয়াবহ তাণ্ডবে বহু লোকের দেশ ছাড়তে হবে। যার পরিণতি হবে ভয়াবহ। গতকাল দুপুরে অশ্বিনী কুমার হলে বরিশালে ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি উল্লেখিত কথা বলেন।

এ সময় মেনন আরো বলেন, এর আগে বাংলাদেশে ১৯৭৮, ১৯৯২, ২০১২ ও ২০১৬ সালে ৫ লাখ রোহিঙ্গা এসেছিল। এবারে রাখাইনে সহিংসতায় এসেছে ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। এদেরকে আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন। অপরদিকে রাখাইন নিয়ে দেশীয় আন্তর্জাতিক চাল রয়েছে, যার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশ একটি সংকটে পড়েছে। রাজনৈতিকভাবে বিএনপি জামায়াত জোট ফায়দা লুটতে চাইবে। এ সময় তিনি উল্লেখ করেন কেবল জিয়া পরিবার ১২শ’ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছে। তাই লুটপাট বন্ধে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিভেদ ভুলে গিয়ে বর্তমান জোট সরকারকে ফের নির্বাচিত করতে হবে। নতুবা বিএনপি জামায়াত জোট ক্ষমতায় ফিরলে আপনারা রক্ষা পাবেন না। পরিণতি হবে ভয়াবহ। তাই সামনের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়াতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান রাশেদ খান মেনন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা লুৎফুল্লা এমপি, শেখ মো. টিপু সুলতান এমপি, জেলা কমিটির সদস্য বজলুর রহমান ও অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন