‘সরকার রোহিঙ্গা ইস্যুতে জাতিকে বিভক্ত করেছে’

  16-09-2017 12:31PM


পিএনএস: বিনাভোটে নির্বাচিত বর্তমান সরকার নির্যাতিত মুসলিম রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ার পরিবর্তে জাতিকে দ্বিধা-বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতৃবৃন্দকে ভয় দেখানো।’ আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন