‘সরকার টাকা-পয়সা কুঁড়ানোর লোভে এখন রোহিঙ্গাদের সহমর্মিতা দেখাচ্ছে’

  17-09-2017 02:18PM

পিএনএস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজ দেশের গণতন্ত্র অর্ধমৃত অবস্থায়। তাই গণতন্ত্রের সূর্যোদয় নিয়ে আসতে হবে। আমরা যদি বুক পেতে দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা নামের জগদ্দল পাথর সরাতে পারবো।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় পুরস্কার হিসেবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবেই নির্বাচন করবে। তাই এই কমিশনের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, রোহিঙ্গাদের প্রথমে উগ্র জঙ্গিগোষ্ঠী সাজানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সব দেশ থেকে এখন ত্রাণ পাঠাচ্ছে। তাই টাকা-পয়সা কুঁড়ানোর লোভে এখন রোহিঙ্গাদের সহমর্মিতা দেখাচ্ছে তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন