‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে’

  18-09-2017 06:55PM

পিএনএস : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্ষা এবং স্বাধীনভাবে বসবাসের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জোর দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমিন। তিনি বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যবৃন্দ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে বিশে^র বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে।

অথচ বাংলাদেশের পার্শ্ব রাষ্ট্র মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর ইতিহাসের বর্বরোচিত নির্মম হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নির্মমতা চালাচ্ছে মিয়ানমার সরকার। যা বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশসহ সকল মুসলিম রাষ্ট্র ও মানবতাবাদী সংস্থার জন্য লজ্জার। তাই বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের প্রধানগণকে জাতিসংঘের অধিবেশনে মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।’

আজ ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল দশটায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা আয়োজিত গোপালগঞ্জের পৌরপার্ক ময়দানে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমিন আরও বলেন, ‘অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। অথচ নাফ নদীর দুই তীরে হাজার হাজার লাশ দিনের পর দিন ভেসে ওঠছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে। অথচ তিনি রোহিঙ্গা মুসলমান নিধনে নেতৃত্ব দিয়ে শান্তির পদক ধারন করে একবিংশ শতাব্দের অন্যতম খুনিদের দোসরে পরিণত হয়েছেন। তাই তার এ নোবেল পুরস্কার এখন আর কোনো গুরুত্ব বহন করে না। অতএব তার এ নোবেল পুরস্কার বাতিল করতে হবে।’

মুফতি শোয়াইব ইবরাহিম ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গওহরডাঙ্গা বেফাক মহাসচিব মাওলানা শামসুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা নুরুল হক, খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মুফতি নূরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আবুল কালাম ও মুফতি উসামা আমিনসহ স্থানীয় উলামায়ে কেরাম। তারা দেশবাসীকে মিয়ানমারের সকল পণ্য পরিহারের আহ্বান জানান এবং সরকারকে মিয়ানমারের সঙ্গে সবধরনের বাণিজ্যিক চুক্তি স্থগিত করতে বিশেষভাবে অনুরোধ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন