‘রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না’

  26-09-2017 02:46PM

পিএনএস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটে বিএনপি নেত্রী দেশে নেই কেন? কেনো বারবার তারিখ পরিবর্তন করেও আসছেন না। এক মাস পরে কেন বিএনপি মহাসচিব রোহিঙ্গাদের খোঁজ নিতে আসছে। এসময় রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজারে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। শহরের গোলদীঘির পাড় ইন্দ্রসেন দুর্গাবাড়ি প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আব্দুর রহমান বদি, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, কক্সবাজারে জলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবুল শর্মাসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মঙ্গল প্রদিপ প্রজ্জলনের মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মন্ডপ ঘুরে দেখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন