ওবায়দুল কাদেরের সমালোচনার জবাব দিলেন মির্জা ফখরুল

  26-09-2017 09:47PM

পিএনএস ডেস্ক : রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের করা সমালোচনার জবাব দিয়েছেন বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে কক্সবাজারে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না।

প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে। শত বাধার পরও বিএনপির ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বরং রোহিঙ্গা সমস্যা সমাধান আওয়ামী লীগ আন্তরিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও আওয়ামী লীগ তা নাকচ করে দিয়েছেন। এতে প্রমাণিত হয় রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ আন্তরিক নয়।

এর আগে, কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা উদ্বোনকালে ওবায়দুল কাদের এক মাস পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গাদের কেন দেখতে আসছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এবং বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন