‘ইসির সংলাপে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব দেবে বিএনপি’

  13-10-2017 03:01PM


পিএনএস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়াসহ বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হবে।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একদিকে জনগণকে ভয়ভীতি প্রদর্শন, অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে পর্যুদস্ত করতে পারলেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার মনোবাঞ্ছা পূরণ হবে ভেবেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানি করতে নানা কারসাজিতে মেতে উঠেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ও মানসিকভাবে হেনস্তা করতে সকল শক্তি নিয়োগ করেছে বর্তমান সরকার। প্রতিহিংসা চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে লাগাতারভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকার হতাশ ও দিশেহারা হয়ে গেছে বলেই প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়ণের কুপন্থা অবলম্বন করায় সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষুব্ধতা তীব্র আকার ধারণ করেছে। সেজন্য জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার ধারাবাহিকভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যাচ্ছে।’

খালেদার বিরুদ্ধে আক্রোশমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ ও স্তম্ভিত। পৃথিবীর ইতিহাসে প্রতিহিংসার পরিণতি হয়েছে অস্বাভাবিক। প্রতিহিংসা চরিতার্থ করে রাজনৈতিক সমাধান হবে না; বরং দেশকে নিয়ে যাওয়া হবে চরম নৈরাজ্যের দিকে।’

তিনি অবিলম্বে খালেদা জিয়ার মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন