খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছেছে

  16-10-2017 06:21AM

পিএনএস ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতারি পরোয়ানা রাজধানীর শুলশান থানায় পৌঁছেছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যার পর ওই পরোয়ানা গুলশান থানায় পৌঁছে দিয়েছে আদালতে কর্মরত পুলিশের প্রসিকিউশন বিভাগ।

সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা পাওয়া এবং গুলশান থানায় তা পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে ঢাকার নিম্ন আদালতের প্রসিকিউশন পুলিশের প্রধান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান। আজ রাত সোয়া ৮টার দিকে তিনি জানান, সন্ধ্যার পর তারা পরোয়ানা পাওয়ার পর গুলশান থানায় পৌঁছে দিয়েছেন।

তবে পরোয়ানা গুলশান থানায় পৌঁছায়নি বলে জানিয়েছেন গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ।

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে রোববার সন্ধ্যার পর সিএমএম আদালতের ডিসি প্রসিকিউশনের কার্যালয়ে পরোয়ানা দুইটি পৌঁছে দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের প্রসেসারবার আরিফ হোসেন।

গত বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান বর্তমানে বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন