‘খালেদা জিয়াকে গ্রেফতার করে সরকার এই ভুল করবে না’

  18-10-2017 01:02AM

পিএনএস ডেস্ক:রাজনৈতিক প্রভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করে সরকার ভুল করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়া দেশে আসবেন। উনার কিছুই হবে না। তাকে গ্রেপ্তার করে সরকার এই ভুল করবে না। আমরা মনে করি রাজনৈতিক প্রভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এই পরোয়ানা ইস্যু হয়েছে, যা কোর্ট না করলেও পারতেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী ছিলেন। এত বড় একজন নেত্রী, তার বিরুদ্ধে এভাবে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা ঠিক নয়। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সঙ্গে সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি বাতিল হয়ে যাবে। এ ছাড়া বেগম জিয়া এসব বিষয়ে কখনো ভয় করেন‌নি।’

তিনি বলেন, ‘দেশের সবাই জানে এমনকি আদালতও এ বিষয়ে অবগত যে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তিনি আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই চিকিৎসার কিছুটা অংশ বাদ রেখেই আবার দেশে ফিরে আসছেন।’

প্রধান বিচাপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, ‘প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন। তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

সরকার নিজে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করে দিয়েছেন। ফলে এখন আর বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি নেই। তার অনুপস্থিতিতে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তা ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকতে দুদককে দিয়ে তদন্ত করতে হবে বলাটাও আইন সম্মত নয়।’

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে সিইসির দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, জিয়াউর রহমানকে নিয়ে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা অতি সত্য। কিন্তু দুঃখজনক সরকার এ বিষয়ে নানা সমালোচনা করে যাচ্ছে। প্রশংসা সহ্য করতে পাচ্ছেন না।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন