‘ন্যাক্কারজনক ও দুঃখজনক’

  19-10-2017 11:58PM

পিএনএস ডেস্ক: বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে ঘিরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক বিএনপিপন্থি আইনজীবী জড়ো হন। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম. আব্দুল্লাহ।

তিনি বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাসে বলেন, ‘ন্যাক্কারজনক ও দুঃখজনক।’

‘আদালত প্রাঙ্গণে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।’

‘বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।’

‘প্রশ্ন হচ্ছে- টেলিভিশনে চেহারা দেখাতে মারামারি পর্যন্ত গড়ালে ক্ষমতায় গেলে পদ ভাগাভাগি নিয়ে কী করবেন? পারষ্পরিক শ্রদ্ধাবোধের অভাবে এ ন্যাক্কারজনক ও দু:খজনক ঘটনা।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন