হাসিনার কথায় চললে বিচারকদের কাঠগড়ায় দাঁড় করানো হবে: রিজভী

  17-11-2017 03:51PM


পিএনএস ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আদালতকে কি সরকার নির্দেশ দিয়ে সাইলেন্ট কিলারের (নীরব ঘাতক) ভূমিকায় নামাচ্ছে যে, তোমরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করো?’

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ‘বিচারের প্রক্রিয়া যদি এই ধারায় চলতে থাকে, আদালতে যদি ন্যায়বিচার না হয়, আদালত যদি শেখ হাসিনার কথায় চলতে থাকে, তাহলে ওই সব বিচারককে জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত গানের ভিডিওর প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রতি সপ্তাহে আদালতে নেওয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়রানি করছেন বিচারক।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষোভ হলো, একটি ছেলে জাতীয়তাবাদের চেতনা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে—প্রধানমন্ত্রী এটা সহ্য করতে পারছেন না, যার কারণে তাদের ক্ষোভের শিকার হয়েছেন তারেক রহমান। তারেক রহমান শুধু মইনুদ্দিন-ফখরুদ্দীনের মাধ্যমে নয়, শেখ হাসিনার দ্বারাও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন’।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কামরুজ্জামান বাবু, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, গীতিকার মনিরুজ্জামান মনির প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, ‘সব দেশেই নির্লজ্জ স্বৈরাচার গণতন্ত্রে বহুমতের চর্চাকে ধর্তব্যে নেয় না, যদি আমলে নিত তাহলে গণতন্ত্র রুগণ হয়ে পড়ত না এবং সরকারের স্বৈরাচারী হিংস্র রূপ ব্যাপকতা লাভ করত না।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী শক্তি সব সময় বিরোধী মত, চিন্তা ও বিশ্বাসের সহাবস্থানকে ভয় পায় বলেই গণতন্ত্রে অপরিহার্য বিরোধী দলের আওয়াজকে ধর্তব্যে না নিয়ে নির্দয় নিষ্ঠুর দমনের পন্থার ওপরই নির্ভরশীল হয়ে পড়ে। শেখ হাসিনা অগ্রগামী মানবসভ্যতাবিরোধী সেই সব স্বৈরশাসকদেরই একজন এবং এক অভিনব সংস্করণ।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন