‘নির্বাচনে শেখ হাসিনার সরকার হস্তক্ষেপ করবে না’

  19-11-2017 08:37PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কিছুই নেই। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন প্রস্তুতির তিন মাস দায়িত্বে থাকলেও নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাউথ কনটেইনার ইয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কখনো তত্ত্বাবধায়ক সরকার, আবার কখনো নির্বাচনকালীন সরকার চায়। কিন্তু বিএনপি আসলে কী চায় সেটা দলটিও জানে না। দলের একেক জন একেক সময় একেক কথা বলেন। কিন্তু আমি বলছি, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষই হবে।

মন্ত্রী বলেন, বিএনপির হাত রক্তে রঞ্জিত। এ দলটির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা হতে পারে না। আলোচনায় বসার সকল সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ ও কাস্টমস কমিশনার ড. এএকেএম নুরুজ্জামান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন