বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে আছে: খালেদা জিয়া

  17-12-2017 09:45PM

পিএনএস ডেস্ক: দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পোস্টে তিনি বলেন,একটি সমীক্ষা বলছে, দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।

রোববার বাংলা ও ইংরেজিতে লেখা ওই টুইট বার্তায় সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন,এক দশক ধরে চাল-ডাল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে। তারা মুক্তি চায়।

গত বছরের আগস্টে টুইটার অ্যাকাউন্ট খোলেন খালেদা জিয়া। এরপর থেকে দেশের নানা বিষয় নিয়ে টুইট করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন