'আদর্শ জাতি গঠনে কলুষমুক্ত ছাত্ররাজনীতি পূর্বশর্ত'

  17-01-2018 07:39PM

পিএনএস ডেস্ক : ইসলামকি ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আদর্শ জাতি গঠনে কলুষমুক্ত ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা পূর্বশর্ত। কলুষমুক্ত ছাত্র রাজনীতি ছাড়া আদর্শ জাতি গঠন কোনো ভাবে সম্ভব নয়। কারণ ছাত্রসমাজই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার, চালিকা শক্তি। স্মরণাতীত কাল থেকে দেশের জাতীয় রাজনীতিতে ছাত্রসমাজের গৌরবদ্বীপ্ত পদচারণা দৃশ্যমান। জাতীয় অর্জনের পরতে পরতে আছে ছাত্রসমাজের আত্মত্যাগের কীর্তিগাঁথা।

ইসলামী ছাত্রসেনা ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ বুধবার বিকালে লালদীঘি ময়দানে অনুষ্ঠিত বিশাল ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা কাজী সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম এম নাঈম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, এডভোকেট আবু নাসের তালুকদার, আল্লামা নাসেরুল হক চিশতী, অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন, মাওলানা কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান, স ম হামেদ হোসাইন প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তা ছাত্রনেতা এম এম নাঈম উদ্দিন বলেন, নিরুপদ্রব শিক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব হলেও শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান জনসংখ্যার তুলনায় অপেক্ষাকৃত অপ্রতূল। ফলে অসংখ্য শিক্ষার্থী ভাল ফলাফল করেও কাংখিত প্রতিষ্ঠানে লেখা-পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই নতুন নতুন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন