ভুল বানানে আবেগঘন যে স্ট্যাটাস দিলেন আদম তমিজি

  18-01-2018 12:01AM

পিএনএস ডেস্ক: আদম তমিজি খান, হঠাৎ আলোচনায় উঠে আসা এক নাম। মহামান্য হাইকোর্টের রায়ে স্থগিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে, সাংবাদিকদের কটাক্ষ্য করে আলোচনায় আসেন তিনি। তবে মঙ্গলবার রাতে গণভবনে শেখ হাসিনার সামনে মনোনয়ন প্রত্যাশী সাক্ষাতকার দেয়ার পর নিজের ফেসবুক ওয়ালে একটি আবেগগণ স্ট্যাটাস দিয়েছেন। যদিও তার স্ট্যাটাসে

কয়েকটি বানান ভুল রয়েছে। ভুল বানানগুলোর মধ্যে রয়েছে ‘শুভাকাঙ্খীগণ’ এবং ‘সর্বোচ্চ’। হুববু তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘প্রিয় বন্ধু ও শুভাকাঙখীগণ,
গত বছর আমার পিতার মৃত্যুর পর থেকে আমি আমার হৃদয়ে নিজেকে একা ও এতিম মনে করেছিলাম । কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রীর বাস ভবনে দলের সর্বচ্চ ফোরাম থেকে যে সন্মান, ভালবাসা ও উৎসাহ পেয়েছি তাতে আমি অভিভূত, আজ থেকে আমি মনে করবো আমি একা ও এতিম নই, আমার একটি অভিভাবক আছে তা হলো বাংলাদেশ আওয়ামী লীগ।আপনাদের সকলের কাছে চির কৃতজ্ঞ।

জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু ।জয়তু শেখ হাসিনা ।’

সূত্র: পূর্বপশ্চিমবিডি.নিউজ

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন