‘ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ'

  18-01-2018 04:00PM


পিএনএস ডেস্ক: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামীলীগই বেশি হতাশ। কেননা, নির্বাচন শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিলো।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে সরকারবিরোধী বক্তব্য দেয়ার জন্য।

সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ রয়েছে। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করছেন।

মন্ত্রী জানান, কুমিল্লার টমসনব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক হচ্ছে। দুই হাজার এক শ সত্তর কোটি টাকা ব্যয়ে ৫৯ কিলোমিটার মহাসড়কটি নির্মাণ করা হবে। চারটি প্যাকেজে কাজটি হচ্ছে। এক মাসের মধ্যে কাজটি শুরু হবে।

এসময় হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি পরিতোষ ঘোষসহ সড়ক ও জনপদ বিভাগের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন