বিপুলসংখ্যক নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হতে পারে: মেনন

  18-02-2018 02:36AM


পিএনএস ডেস্ক: আগামী নির্বাচনে হারলে মহাজোট সরকারের বিপুলসংখ্যক নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীতে আওয়ামী বাস্তুহারা লীগের সভায় তিনি এ কথা বলেন। এ কারণে আগামী ওই নির্বাচন নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী।

মেনন বলেন, অনেক নেতা কানাডা, ইংল্যান্ডসহ দেশের বাইরে দ্বিতীয় বাড়ি (সেকেন্ড হোম) বানিয়েছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে বিভিন্ন দেশের দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন। নির্বাচনে পরাজয় হলে সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জীবন বাঁচাতে বাইরে গেলেও নির্যাতন-নিপীড়নের শিকার হতে হবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের। বিজয় নিশ্চিত করতে মহাজোটের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন