বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের ভেতরে ষড়যন্ত্র: কামরুল

  18-02-2018 01:41PM


পিএনএস ডেস্ক: বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির নেতারা বলছেন_ তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ। আসলে তারা ষডযন্ত্র করছেন। নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) তত্তাবধায়কের কথা বলছে। কিন্তু এটা হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

কামরুল বলেন, তারেক লন্ডনে বসে ষডযন্ত্র করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। নির্বাচন বন্ধ করার পায়তারা করছেন। কিন্তু এ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে।

অভিনেতা গোলাম মোস্তফার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি অবমাননা জাতির জন্য লজ্জা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস।

সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মোবারক আলী শিকদার ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন