প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালো বিএনপি

  19-02-2018 09:14PM

পিএনএস : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন কথা বলেন ফখরুল। এর আগে বিকেলে গণভবনে ইতালির রোম সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে সরকারের এতো ভয় কেন? তিনি নির্বাচনে অংশ না নিলে তাদের সবাই খুশি। তখন ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে। তবে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন এদেশের জনগণ কখনও মেনে নেবেনা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হয়। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। কাউন্সিলের মতামত নিয়ে গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে। তাছাড়া সংবিধানে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স-৭২ বর্তমানে বলবৎ নেই। তাই আমরা গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করেছি। তাছাড়া আমাদের দল কীভাবে চলবে, আমাদের গঠনতন্ত্র নিয়ে সরকারের এতো মাথা ব্যথা কেন?’

বিএনপির মহাসচিব বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অটোমেটিক্যালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এটা তাদের(সরকার) বিষয় না। বিষয়টা আমাদের। এটা আমাদের কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। তিনি ছল-চতুরীর মাধ্যমে তিনি এসব কথা বলেন। তার কথা জনগণ বিশ্বাস করে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্যে, এক দলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্য আবার একটা ওই এক তরফা-একদলীয় নির্বাচন করবার পায়তারা তারা করছেন এবং সেভাবে একটা নীল নকশা করেছেন। সেই নীল নকশার অনুযায়ী দেশনেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে, একটা সম্পূর্ণ ভুয়া নথি তৈরি করে তারা আদালতকে ব্যবহার করে, আদালতের ঘাড়ে বন্দুক চাপিয়ে দণ্ড দিয়েছেন।’

‘আমরা পরিষ্কার করে বলতে চাই—এভাবে ছলচাতুরি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে, আর যাই করা যায়, দেশের মানুষের ভালোবাসা নেওয়া যাবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না এবং জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় না।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন