খালেদা জিয়া জামিন পাচ্ছেন আজ, কারামুক্তি কখন?

  11-03-2018 11:06AM

পিএনএস ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রবিবার জামিন পাচ্ছেন বলে আশা করছেন দলটির নেতারা।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন সংক্রান্ত মামলাটি আদেশের জন্য সংশ্লিষ্ট বেঞ্চের রবিবারের কার্য তালিকায় রয়েছে। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশের জন্য আবেদনটি এ দিনের কার্যতালিকার (কজলিস্ট) এক নাম্বারে রয়েছে। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার জামিনের আদেশ দিতে পারেন বিচারকরা।

খালেদা জিয়ার প্যানেল আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদও বলেছেন,‘আজ রবিবার খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে। আশা করছি এ দিন তার জামিন হবে।’

এর আগে ২২ ফেব্রুয়ারি শুনানি কালে ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন বয়স্ক নারী, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হওয়া সত্ত্বেও তিনি জামিন পেতে পারেন’ বলে মন্তব্য করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

ওইদিন খালেদা জিয়ার আইনজীবীর জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত বলেন, ‘সাত বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত যেকোনো ব্যক্তিকে এই আদালত জমিন দিতে পারেন। খালেদা জিয়া পাঁচ বছরের জন্য সাজা পেয়েছেন। তাই তাকে আদালত জামিন দিতে পারেন। তারপর তিনি নারী ও বয়স্ক, তিনি জামিন পেতে পারেন।’

ওই সময় দুদকের আইনজীবী আদালতকে বলেন, ‘দুদক আজ সকাল সাড়ে ৯টায় মামলার রায়ের সত্যায়িত কপি পেয়েছে। সেই কারণে আমরা তা দেখতে পারি নাই। কাগজপত্র দেখে এ ব্যাপারে শুনানি করতে হবে। সেই কারণে সময়ের প্রয়োজন।’

এ সময়ই আদালত সাত বছরের নিচে কেউ দণ্ডপ্রাপ্ত হলে হাইকোর্ট বেঞ্চ তার জামিন দিতে পারেন বলে উল্লেখ করেন। এ সময় আদালত দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘এটা কি শুনানির প্রয়োজন আছে?’

তখন খুরশিদ আলম খান বলেন, ‘কোনো মামলায় দুদককে পক্ষভুক্ত করা হলে দুদকের প্রভিশন অনুযায়ী তাকে সময় দিতে হয়। আমরা জামিনের বিরোধিতা করছি না। কিন্তু আমি শুনানির জন্য সময় চাইছি।’

এতেই খালেদা জিয়ার আইনজীবীরা আশা করছেন, আজ খালেদা জিয়ার জামিনে আদেশ দিতে পারেন বিচারকরা।

অন্যদিকে প্রশ্ন দেখা দিয়েছে, আজকের আদেশে খালেদা জিয়ার জামিন পেলেও তিনি সহসাই কারামুক্তি পাবেন? না অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এ শঙ্কা থেকেই যাচ্ছে আইনজীবীদের মধ্যে। তবে তারা আশা করছেন, সরকার নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার না দেখালে খালেদা জিয়া আজ-কালের মধ্যেই মুক্তি পেতে পারেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন