বগুড়ায় এরশাদের জন্মদিনে নেতাকর্মীদের মিলন মেলা

  21-03-2018 09:12PM

পিএনএস, (এম নজরুল ইসলাম, বগুড়া) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৯ তম জন্মদিনে বগুড়া জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়েছে।

বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৮৯ তম জন্মদিনের কাটেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি।

তিনি বলেন, উত্তরাঞ্চলে যেসব উন্নয়ন কর্মকান্ড হয়েছে, তার সিংহভাগই পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে হয়েছে। যমুনা সেতুর ভিত্তি স্থাপন করে পল্লীবন্ধু এরশাদ অত্র অঞ্চলের উন্নয়নের নবদিগন্তের দ্বার উন্মোচন করেছিলেন। তাই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নাই।

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবালের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, জেলা জাপানেতা এম এ গণি সরকার, জহুরুল ইসলাম মটু, গোলাম রব্বানী রতন, সদর জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, জাপানেতা সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, রেজাউল করিম সাজু, সুলতান আলী, শরিফুল ইসলাম বাবু, মনির খান, মানিক মিয়া, শাকিল রেজা, বেলাল হোসেন, মিঠু, মোমিন, রাজু প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন