আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: ইনু

  15-04-2018 08:55PM

পিএনএস ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার(১৫এপ্রিল) দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে মতবিনিময় করে।

ইনু বলেন, ‘আগামী জাতীয় সংসদ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।’

হাসানুল হক ইনু বিএনপিকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল। এ দলটি দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। নিজের দুর্নীতির কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া সাজা ভোগ করছেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, ক্ষমতাসীন দলের অধীনেই জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও একইভাবে হবে। সংবিধানে নির্বাচন যেভাবে হওয়ার কথা রয়েছে, সেভাবেই হবে। আশা করা যায়, আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হবে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন