কাহারোলে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিজয়

  15-05-2018 07:48PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচনে বেসরকারী প্রাপ্ত ফলাফলে আ’লীগ প্রার্থী সঞ্জয় কুমার মিত্র চেয়ারম্যান নির্বাচিত।

১৫মে মঙ্গলবার রসুলপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আজিজ মন্ডল বেসরকারী ফলাফলে আ’লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মার্কা ৬৫৪৫ ভোট পাওয়ায় তাকে চেয়াম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন উপজেলা শাখা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাদশা (ধানের শীষ) মার্কা ৪৮২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজূল ইসলাম (আনারস) মার্কা ২৭২১ ভোট ও মোঃ রিপন ইসলাম (চশমা) মার্কা ২৪ ভোট পেয়েছেন।

উপ-নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার মিত্র চেয়াম্যান পদে নির্বাচিত হওয়ায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ পৃথকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন