রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

  17-05-2018 07:49AM

পিএনএস ডেস্ক: পবিত্রতা ও সংযমের মাস মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

র‌্যালী থেকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এসময় রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোঁরা বন্ধ এবং অশ্লিল কার্যকলাপ থেকে বিরত থাকতে দেশবাসীকে অনুরোধ করেন শিবির নেতারা।

বুধবার সকালে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শাফিউল আলমের নেতৃত্বে রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত র‌্যালী থেকে এই আহ্বান জানানো হয়।

র‌্যালীটি রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুরাইন চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় র‌্যালী থেকে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

র‌্যালীর অগ্রভাগে ছিলেন- শাখা সেক্রেটারি কাজী মাসুম সরকার, মাইনুল ইসলাম হিরা, আহমেদ হোসেন রাসেল, ইমাম হোসাইন, হাবিবুল্লাহ নোমন’সহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন