বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে : কাদের

  20-05-2018 06:29PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপি না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী নির্বাচন হবে।

আজ রবিবার প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী যুবলীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, খুলনা নির্বাচন থেকে শিক্ষা নিন। বিএনপি স্বাধীন নির্বাচন কমিশন চায় না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক।

কাদের বলেন, বিএনপি চায় নির্বাচন কমিশন আগেভাগে গ্যারান্টি দিতে হবে ভোটে কেবল মাত্র বিএনপি জিতবে। স্বাধীন বিচার বিভাগও চায় না দলটি। কুমিল্লায় জিতে খুশি হতে পারেনি বিএনপি। কুমিল্লায় জিতেও কারচুপির অভিযোগ তুলেছিলো খালেদা জিয়া।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বীতার ফাঁদ তারাই তৈরি করেছে। আশার বিষয় হচ্ছে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। বিএনপি একটি বড় দল অংশ নিলে পূর্ণাঙ্গতা পাবে। এবার নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ যুবলীগের নেতৃবৃন্দ।

পিএনএস/জে এ/ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন