খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় বহন করতে চায় বিএনপি

  12-06-2018 01:59PM

পিএনএস ডেস্ক: রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আবারও দাবি জানিয়েছে বিএনপি।

একইসঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার সকল ব্যয় বহন করা হবে।

মঙ্গলবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা জানান।

মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসার জন্য সকল ব্যয় বহন করবে বিএনপি। অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হউক।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। তার কিছু হলে সরকারের পরিণাম শুভ হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরো অনেকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন