‘নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির রাজনৈতিক আত্মহত্যা’

  13-06-2018 05:53PM

পিএনএস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পাঁচটি সিটি কর্পোরেশনে বিজয়ী হয়েও নির্বাচনে অংশগ্রহণ না করা ছিলো বিএনপির ভুল, এটা তারা স্বীকারও করে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে আহ্বান করেছিলো আপনি আসেন বসেন, আমরা নির্বাচন করি। কিন্তু তিনি আসেননি। সুতরাং আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। আমার কাছে মনে হবে এটা বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা হবে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় ভোলা-২ আসনের সাংসদ আলী আযম মুকুল এমপির পক্ষে ঈদ উপহার কাপড় ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যদি বিএনপি নির্বাচন করে তাহলে তাদের আরো তৎপর হতে হবে। জ্বালাও পোড়াও আন্দোলনের জন্য মওদুদ আহমদ যে হুমকি দেয় তারা কঠিন সংগ্রাম করবে, এটা মওদুদ আহমেদের মধ্যে কঠিন আন্দোলন সংগ্রাম করা সম্ভব না।

কারণ তারা উপলব্ধি করেছে ১৩ সালে, ১৪ তে। ৯৩ দিন হরতাল অবরোধের নামে দেশকে ধ্বংষ করেছে, তারা ব্যর্থ হয়েছে। আগামীতেও ব্যর্থ হবে। আর যারা বার বার ব্যর্থ হয় তারা আগাম নির্বাচনে ব্যর্থ হবে।

বর্তমান সরকারের মেয়াদ ২৯ শে জানুয়ারী পর্যন্ত উল্লেখ করে বানিজ্যমন্ত্রী বলেন, ২৯ শে জানুয়ারী পর্যন্ত এ সরকার থাকবে, আমরা সংসদ সদস্যরাও থাকব। কিন্তু এই ২৯ জানুয়ারীর ৯০ দিন আগে যেকোনো দিন নির্বাচন হবে। ওই নির্বাচনকালিন সময় বর্তমান যে ক্ষমতাসিন সরকার দৈনন্দিন কাজ করবে। তখন তারা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন দক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে সেই নির্বাচন পরিচালনা করবে।

এ ছাড়াও একইদিনে অপর এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যত কথা মওদুদ আহমদরা বলুক না কেনো, আগামি নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে। কিন্তু নির্বাচনের আগে তারা একটা গোলোযোগ সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু তারা জানে তারা সফল হবে না। ১৪ সালের নির্বাচন বানচাল করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সুতরাং সেই ব্যর্থতার দিকে তারা যাবে না। তাদের উচিত হবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।

বোরহানউদ্দিন উপজেলার কুতবা, কাচিয়া, টবগি,পক্ষীয়া ইউনিয়নে ও পৌরসভায় ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর চ্যেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস,উপজেলা চেয়ারম্যান মোহাব্বত-জান চৌধুরীসহ অনান্যরা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন