মাদক ব্যবসায়ীদেরকে আইএসের সঙ্গে তুলনা করে যা বললেন মতিয়া চৌধুরী

  19-06-2018 05:03AM

পিএনএস ডেস্ক :মাদক ব্যবসায়ীরা আইএস’র সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীরা বাংলাদেশকে কলোম্বিয়া বানাতে চেয়েছিল। এই ব্যবসা কে করে, কার ছেলে করে, কোথায় করে, কী পড়াশোনা করে—তা সব আমাদের জানা আছে। আমরা তা সব জানি।’

সোমবার (১৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও কঠোর হস্তক্ষেপে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ বছর সবকিছুর ফলন ভালো হয়েছে। মানুষ এবার অনেক পদের ফল দিয়ে ইফতার করতে পেরেছে।’

এছাড়া, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক ও প্রাকৃতিক দুই পরিবেশই অনুকূলে ছিল বলে এবার মানুষ ঈদ সুন্দরভাবে উদযাপন করেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের দেখা করতে দেওয়া হয়েনি, এমন অভিযোগ ডাহা মিথ্যা।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন