বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে

  19-07-2018 02:03PM

পিএনএস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গেছে দলটির প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে যায় প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তারা বিক্ষোভের অনুমতি চাইতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করবেন। আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবি এবং পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু নিরাপত্তার কথা বলে দলটিকে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন