গণঅভ্যুত্থান করতে হলে জাতীয় ঐক্য দরকার : দুদু

  23-07-2018 04:19PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের রাজনীতি যখন স্বাভাবিক পর্যায়ে থাকে না তখন সেটা অস্বাভাবিকের দিকে ধাবিত হয় যা কারও জন্যই সুখকর নয় বলে মন্তব্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পৌরসভা, ইউপিসহ যেকোনও নির্বাচনই হোক না কেন ২০১৪ সালের পর তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে আমরা যে প্রক্রিয়া দেখেছি, এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে সিলেট, বরিশাল ও রাজশাহী নির্বাচনে।’

সোমবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল শহরের শেরেবাংলা মেডিকেল কলেজের পাশে বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে গণসংযোগকালে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, ‘রাজশাহীতে সরকারদলীয় লোকেরা সু-পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ করেছে অথচ ৪৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বরিশালের প্রতিটি নেতাকর্মীদের মামলার নামে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। লিখিতভাবে নির্বাচন কমিশন অভিযোগ দেয়ার পরেও তারা কোনও ব্যবস্থা না নিয়ে নিরব ভূমিকা পালন করছে। এজন্য এটুকু বলা যায়- বাংলাদেশের রাজনীতি যখন স্বাভাবিক পর্যায়ে থাকে না, তখন সেটা অস্বাভাবিকের দিকে ধাবিত হয় যা কারও জন্যই সুখকর নয়।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বিএনপি শত প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সিটি নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে। কিন্তু ফ্যাসিবাদ সরকার গায়ের জোরে বিএনপির বিজয়কে ছিনিয়ে নিচ্ছে।’

কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের হামলার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘গতকাল কুষ্টিয়ায় যে ঘটনা ঘটেছে- একটি পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। আদালতের মধ্যে যেখানে বিচারক, পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করলো। দেশবাসীর জন্য গণতন্ত্রের জন্য আমরা যারা কাজ করি, এই ঘটনা তাদের জন্য লজ্জার। এভাবে একটি দেশ চলতে পারে না, এটির পরিবর্তন করতে হলে একটি গণঅভ্যুত্থানের প্রয়োজন আর গণঅভ্যুত্থান করতে হলে জাতীয় ঐক্য দরকার।’

গণসংযোগকালে বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কৃষক দলের কেন্দ্রীয় নেতা নাসির হায়দার, মাইনুল ইসলাম, অধ্যক্ষ সেলিম হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন