আওয়ামী লীগ গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে

  14-08-2018 01:04PM


পিএনএস ডেস্ক: গত বছরের (২০১৭) দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা।

অন্যদিকে ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই হিসাব প্রতিবেদন জমা দেয়।

এতে ২০১৬ সালের বছরের তুলনায় আওয়ামী লীগের আয়-ব্যয় প্রায় ৫গুণ বেড়েছে।

এর আগে গত বছরের ৩১ জুলাই নির্বাচন কমিশনে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। ওই হিসাব প্রতিবেদনে তারা মোট আয় করে ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। ব্যয় করে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

আয় ব্যয়ের পার্থক্য ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা। ব্যাংকে মোট জমার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

আওয়ামী লীগের আয়ের প্রধান উৎসগুলো হলো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, উপনির্বাচন, অনুদান, ব্যাংকপ্রাপ্ত সুদ থেকে আয়।

ব্যয়ের প্রধান উৎসগুলো হলো কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা অথবা জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠন অনুষ্ঠান, সাংগঠনিক খরচ ও অন্যান্য ব্যয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন