‘জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে’

  17-08-2018 01:49PM


পিএনএস ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাষ্ট্র নিরাপদ করতে হলে, রাজনৈতিক শান্তি অর্জন করতে হলে এবং বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে। এটা এখন সবার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমার সমালোচনার মধ্য দিয়ে কার্যত জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চিন্তা করছেন।

তিনি বলেন, বর্তমানে দেশে সংবিধান আছে। তাই নির্বাচন হবে সাংবিধানিকভাবে। জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দর কষাকষি করে অপরাধীদের হালাল করার প্রক্রিয়ায় সরকার যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন