সরকারের পতনে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি দেব : মওদুদ আহমদ

  14-09-2018 01:52PM

পিএনএস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যেকোন স্বৈরাচার সরকারের পতন ঘটানো অনেক কঠিন কাজ। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার মনে করছে, তারাই ক্ষমতাই থাকবে। কিন্তু রাজনীতিতে কেউ ভবিষ্যতবাণী করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন কর্মসূচি দেব, সরকারের পতন হয়ে যাবে।

আজ জাতীয় প্রেসক্লাবে গণগ্রেফতার ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে আলোচনা সভায় তিনি এসব বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে সরকার সমঝোতা করতে বাধ্য হবে। তা না করলে রাজপথেই মোকাবেলা করা হবে। তিনি বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই। একজন পর্বতের চূড়ায়, আরেকজনকে মাটির নিচে চাপা দিয়ে রেখে 'লেবেল প্লেয়িং ফিল্ড' কীভাবে হবে?

বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইউথ ফোরামের উপদেষ্টা সাইদ আহমেদ আসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন