বিকেলে জাতীয় ঐক্যের সাত দফা ঘোষণাপত্র প্রকাশ

  15-09-2018 10:49AM

পিএনএস ডেস্ক : নাগরিক ঐক্যের অাহ্বায়ক এবং জাতীয় যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় ঐক্যের ঘোষাণপত্রে সাতটি দফা থাকবে। মূল দফা হবে অাগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার দাবি। তবে খালেদার মুক্তি নিয়ে দফা থাকছে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় যুক্তফ্রন্ট এই দফাগুলো নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবে। এই ঘোষণার মধ্য দিয়েই সংগঠনটি অানুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

ঐক্যের ঘোষণা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে ঘোষণাপত্রে কী থাকবে। সেসব বিষয় নিয়েই সাত দফা ঘোষণা করা হবে।

তিনি জানান, আমাদের মূল লক্ষ্য কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য নিয়েই আমরা ঐক্য করতে যাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় কাঠামোতেও পরিবর্তন প্রয়োজন।

ঘোষণাপ্রত্রে খালেদা বা তারেক জিয়ার প্রসঙ্গ থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে মান্না জানান, এসব বিষয় থাকছে না। বিএনপিকে সঙ্গে নিয়ে যুক্তিসঙ্গত আন্দোলন হবে। তবে ঘোষণাপত্রে অান্দোলনের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন